নিজস্ব সংবাদদাতাঃ মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে এক দুর্ঘটনায় ৯ সেনা সদস্য নিহত বা আহত হয়েছেন বলে সোমবার জানিয়েছেন মিশরের সামরিক মুখপাত্র।
মুখপাত্র কর্নেল গারিব আবদেল হাফেজ বলেন, "রমজান সিটির ১০ নম্বরের দক্ষিণে পরিকল্পিত প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে গোলাবারুদ বোঝাই একটি সামরিক ক্যারিয়ার ট্রাক 'হঠাৎ উল্টে গেলে' কর্মকর্তা ও অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাদের হতাহতের ঘটনা ঘটে।"