ডাক্তারদের ‘খোলা মনে’ আলোচনার ডাক চন্দ্রিমার

শর্ত আর খোলা মনে আলোচনা, একসঙ্গে চলে না। শর্তসাপেক্ষে কোনও আলোচনা হয় না। তাঁর দাবি, আসলে নির্যাতিতার বিচার চাওয়া হচ্ছে না, এর পিছনে রাজনীতি আছে

author-image
Shreyashree Banerjee
New Update
Nabanna press meet

নিজস্ব সংবাদদাতা: পেরিয়েছে সুপ্রিম ডেডলাইন। দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা এখনও স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে। ডাক্তারদের সঙ্গে খোলা মনে আলোচনায় বসতে রাজি ছিলেন মুখ্যমন্ত্রী। তারপরও চিকিৎসকদের তরফে একাধিক শর্ত আরোপ করা হল। আন্দোলনকারীদের সঙ্গে নবান্নের চিঠি চালাচালি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। চিকিৎসকদের শর্ত যে মানা হচ্ছে না, সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল নবান্ন। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, জুনিয়র ডাক্তারদের বলব যে রাজনৈতিক প্ররোচনায় পা না দিতে।

ডাক্তার

বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে হাজির চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এদিন তাঁরা বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চিকিৎসকরা কাজে যোগ দিন। তারপরও মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন নি।রাজ্য সরকারের বক্তব্য, গঠনমূলক আলোচনার জন্য মেল করা হয়েছিল। কিন্ত চিকিৎসকরা একাধিক শর্ত আরোপ করেছে। চন্দ্রিমা বলেন, খোলা মনে আলোচনায় বসতে চাই। শর্ত আর খোলা মনে আলোচনা, একসঙ্গে চলে না। শর্তসাপেক্ষে কোনও আলোচনা হয় না। তাঁর দাবি, আসলে নির্যাতিতার বিচার চাওয়া হচ্ছে না, এর পিছনে রাজনীতি আছে।