/anm-bengali/media/media_files/5MPePs7c42wZUxLlCLNS.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃসাতসকালে এক ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদের সুতির কাশীমনগরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ইয়াত আলি। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভরা বাজারের এক কোণে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল। অন্য এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু সেই ব্যক্তি গুলি লক্ষ্য করে সরে যান। সে সময়েই ইয়াত ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইয়াতের গায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ইয়াত। এদিকে, ভরা বাজারে গুলি চলায় মুহূর্তের মধ্যে লোকজন দৌড়াদৌড়ি শুরু করে দেন। ভিড়ের মাঝে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
রক্তাক্ত অবস্থায় ইয়াতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ইয়াত আলির একটি হার্ডওয়ারের দোকান রয়েছে। তিনি বুধবার সকালে দোকান খোলার পর এক জন গ্রাহক আসেন। গ্রাহকের পিছু ধাওয়া করে একদল দুষ্কৃতী গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই ব্যবসায়ীর গায়ে লাগে। ঘটনায় লুটিয়ে পড়েন ওই ব্যবসায়। কী কারণে এই ঘটনা ঘটল, তদন্তে সুতি থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us