New Update
/anm-bengali/media/media_files/1zf4M0qSwMID0oE4EsU9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার কিয়েভের উত্তরাঞ্চলীয় শহরতলিতে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনের বারান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো লিখেছেন, শহরের ওবোলন জেলার ওই স্থানে দুই নারী বাসিন্দাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেছেন, ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো ভবনটিতে আঘাত হেনেছে এবং আগুনের সূত্রপাত হয়েছে। মাটি থেকে অন্তত ছয় তলা পর্যন্ত একটি বারান্দায় আগুন জ্বলছে। আরও অন্তত দুটি বারান্দায় আগুন জ্বলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us