/anm-bengali/media/media_files/oMrhFJujNdr8BuoomJJm.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় আপাতত ইডির হেফাজতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু গতকালের শুনানি চলাকালীন শাস্তির মেয়াদ শুনতেই মাটিতে লুটিয়ে পড়েন মন্ত্রী। তখনই অবশ্য বিচারক নিজের নির্দেশ কিছুটা পরিবর্তন করেন। বলেন কমান্ড হাসপাতালের পরিবর্তে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে চিকিৎসা খরচ বহন করতে হবে তাঁকেই। আর এখানেই এবার সমস্যা বাড়ল মল্লিক পরিবারের।
কেননা দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরই পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের এবং তাঁর পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি মন্ত্রীর সঙ্গে যুক্ত সম্পত্তিও অ্যাটাচ করার প্রক্রিয়া গ্রহণ করেছে ইডি। ফলস্বরূপ আপাতত চিকিৎসা খাতে খরচ করার টাকা নিয়ে ভাবছে জ্যোতিপ্রিয় মল্লিকের গোটা পরিবার।
Enforcement Directorate freezes bank accounts of arrested West Bengal Minister & TMC leader Jyotipriya Mallick in alleged ration scam case. ED is also in the process of attaching the properties linked to the minister: Sources
— ANI (@ANI) October 28, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us