তুলা রাশি: সমতা বজায় রাখুন

সম্পর্ক ও অর্থ—দুই ক্ষেত্রেই দরকার ভারসাম্য।

author-image
Aniket
New Update
Libra

নিজস্ব সংবাদদাতা: তুলা রাশির জাতকদের আজ লক্ষ্য রাখতে হবে কাজ এবং ব্যক্তিজীবনের ভারসাম্যের দিকে। অতিরিক্ত দায়িত্ব নেওয়ার প্রবণতা থাকলেও তা বুদ্ধিমত্তার সঙ্গে ভাগ করে নিন। কর্মক্ষেত্রে আপনার কূটনৈতিক দক্ষতা সবাইকে মুগ্ধ করবে। অর্থনৈতিক দিক মোটামুটি ভালো, তবে হঠাৎ কোনো খরচের সম্ভাবনা আছে। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে সংলাপ বাড়িয়ে তোলাই সমাধান এনে দেবে। পরিবারের কেউ আপনার পরামর্শ চাইতে পারে। শারীরিকভাবে শক্তি কম অনুভূত হলেও দিন শেষে আরাম মিলবে।

horoscope libra