New Update
/anm-bengali/media/media_files/wxoNkAjim3yvnDxJTfCR.jpg)
নিজস্ব সংবাদদাতা: তুলা রাশির জাতকদের দিনের প্রথম ভাগ কিছুটা ব্যস্ত ও চাপপূর্ণ হলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। কাজের জায়গায় আপনাকে বহু দিক সামলাতে হবে, তবে আপনার স্বভাবসুলভ ভারসাম্যই দিনটিকে সফল করে তুলবে। আর্থিক লেনদেনে সতর্কতা বজায় রাখুন; কোনো পুরনো বকেয়া ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিবারে পুরোনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। প্রেমে সঙ্গীর সঙ্গে সময় কাটালে মন ভালো হয়ে উঠবে। নতুন বন্ধুত্ব বা সামাজিক যোগাযোগ আজ উপকারী ফল দেবে। স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন—বিশেষ করে মাথাব্যথা বা চোখের ক্লান্তি দেখা দিতে পারে। ভ্রমণ পরিকল্পনা আজকের দিনে তেমন শুভ নয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/22/horoscope-libra-2025-06-22-07-36-51.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us