সিংহ রাশি- কর্মক্ষেত্রে নেতৃত্বের প্রমাণ দিতে হতে পারে

সিংহ রাশির জাতকরা উৎসাহে ভরপুর থাকবেন। 

author-image
Aniket
New Update
Leo

File Picture

নিজস্ব প্রতিনিধি: আজ সিংহ রাশির জাতকরা উৎসাহে ভরপুর থাকবেন। দায়িত্ব নেওয়ার মানসিকতা আপনাকে সবার সামনে আলাদা করবে। অফিসে নেতৃত্ব প্রদর্শন করলে প্রশংসা ও সুযোগ মিলবে। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়লেও বুদ্ধিমত্তায় এগিয়ে থাকতে পারবেন। অর্থের স্থিতি ভালো, তবে লোভ বড় ক্ষতি ডেকে আনতে পারে। দাম্পত্য বা প্রেমে সঙ্গীর প্রতি একটু সময় ও বোঝাপড়া প্রয়োজন। পরিবারে অতিথি আসতে পারে, আনন্দ বাড়বে। ছাত্রদের জন্য নতুন সুযোগ, বিশেষত প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ইঙ্গিত। শরীরে ক্লান্তি আসতে পারে, বিশ্রাম জরুরি। ভ্রমণ পরিকল্পনা সফল হবে। শুভ রং — সোনালি, কমলা।

Horoscope Leo