মানুষকে 'বিভ্রান্ত' করার জন্য 'চটকদারি' চাল দিল কেন্দ্র!

ওড়িশা রেল দুর্ঘটনার তদন্ত করার জন্য বড় ঘোষণা করেছে কেন্দ্র। রবিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বালাসোরের রেল দুর্ঘটনার তদন্ত করবে সিবিআই।

author-image
Pritam Santra
New Update
Odisha

নিজস্ব সংবাদদাতা: ওড়িশা রেল দুর্ঘটনার তদন্ত করার জন্য বড় ঘোষণা করেছে কেন্দ্র। রবিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বালাসোরের রেল দুর্ঘটনার তদন্ত করবে সিবিআই। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, "CBI তদন্তের নির্দেশ সম্পূর্ণ চটকদারি চাল। মানুষকে বিভ্রান্ত করা। রেলের গাফিলতি ঢেকে কিছু ব্যক্তিকে বলি দেওয়া হবে। রেলদপ্তর যা বলতে চাইছে, সেটা সিবিআইকে দিয়ে বলানো হবে। কারণ, রেল ও সিবিআই, দুটির শীর্ষমহলের নিয়ন্ত্রণ একই জায়গায়। আসল অভিযোগে সিবিআইকে পৌঁছতে দেওয়া হবে না।"