আজ কৌশিকী অমাবস্যা, সেজে উঠেছে তারাপীঠ

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে ইতিমধ্যেই ঢল নেমেছে ভক্তদের।

New Update
ezgif.com-gif-maker (24 (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ কৌশিকী অমাবস্যা। রীতি মেনেই ভোর থেকে শুরু হয়েছে বিশেষ পুজো। ভোর ৪.৩২ মিনিটে অমাবস্যা লাগার সঙ্গে-সঙ্গেই তারাপীঠে শুরু হয়েছে মা তারার বিশেষ পুজো। পুজোর সূচনা হয় মঙ্গলারতির মাধ্যমে।

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে ইতিমধ্যেই ঢল নেমেছে ভক্তদের। একই সাথে তন্ত্রসাধনায় সিদ্ধিলাভ করতে মহাশশ্মানে ঢল নামে সাধু-সন্ত, তন্ত্রসাধকদের।

এই দিন সাধক বামাখ্যাপা এই তিথিতেই সিদ্ধি লাভ করেন। কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। আজ সারাদিন তারাপীঠে চলবে পুজো অর্চনা।

অন্যদিকে, পুজো উপলক্ষ্যে বুধবার থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। আটোঁসাটোঁ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে চারিদিকে। কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ১ হাজার পুলিশ এবং সতেরশো সিভিক ভলান্টিয়ার মোতায়েন রয়েছে মন্দির চত্বরে। একই সাথে এই বিশেষ দিন উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। আটোঁসাটোঁ নিরাপত্তার মধ্য দিয়েই এদিন পালিত হচ্ছে তারা মায়ের পুজো।