New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব প্রতিনিধি: রবিবার ভোররাতে অষ্টমুদী লেকের একটি নৌকা নোঙরকরণ ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে দশটিরও বেশি মাছ ধরার নৌকা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ছয়টি দমকল ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/29/1000113388.jpg)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ২:৩০ নাগাদ কুরীপুঝা চার্চের কাছে, অয়্যনকোভিল মন্দির সংলগ্ন এলাকায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। কীভাবে আগুন লাগে তা এখনও পরিষ্কার নয়। তবে কর্মকর্তাদের মতে, নৌকায় রাখা গ্যাস সিলিন্ডার আগুন লাগার পর পরই বিস্ফোরিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়। ক্ষতিগ্রস্ত নৌকাগুলির অধিকাংশই কোলাচাল ও পোভার এলাকার জেলেদের বলে জানা গেছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us