New Update
/anm-bengali/media/media_files/W25zKLe26lVPHzG7zEmD.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফিরছে আবার শীত। গত কয়েকদিনের ছন্দ কাটিয়ে ধীরে ধীরে নিম্নগামী হচ্ছে তাপমাত্রা। আজও বোঝা যাচ্ছে তার উপস্থিতি। আকাশ পরিষ্কার, হাল্কা কুয়াশার দাপট রয়েছে কলকাতা জুড়ে। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার থেকেই নেমেছে অনেকটা তাপমাত্রা। ফলে শীতের দাপট বেড়েছে তিলোত্তমা জুড়ে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ একেবারেই নেই বললেই চলে। একই সাথে আকাশে মেঘের সঞ্চার থাকলেও বৃষ্টি নামবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us