New Update
/anm-bengali/media/media_files/GVQapg19R5QeCDUXnxJ5.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই মুহুর্তে পরিষ্কার আকাশই রয়েছে, তবে তা এই কয়েকদিনের জন্যেই। দ্রুতই আকাশ মেঘে ঢাকতে চলেছে। আসলে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে এবার। আর যার প্রভাব মিলছে তাপমাত্রাতেও। খানিকটা বাড়ল পারদ।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ একেবারেই নেই বললেই চলে, ঘন্টায় ১০ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us