/anm-bengali/media/media_files/tH3vpI2QJzHTyB7Tg42m.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বুধবার ভোরের দিকে তামিলনাড়ুর মন্ত্রী সেন্থিল বালাজিকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই ঘটনার পর ফের একবার সরব বিজেপি বিরোধী দলগুলি। ইডি-র বিরুদ্ধে একসাথে সোচ্চার হচ্ছেন দলীয় নেতৃত্বরা। এবার কংগ্রেস সভাপতি তথা বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে এই গ্রেফতারির প্রতিবাদ জানিয়েছেন।
তামিলনাড়ুর মন্ত্রী সেন্থিল বালাজিকে ইডি গভীর রাতে গ্রেপ্তার করায় ঘটনার নিন্দা প্রকাশ করেছেন মল্লিকার্জুন খাড়গে। টুইট বার্তায় তিনি জানিয়েছেন, “এটি বিরোধীদের বিরুদ্ধে মোদী সরকারের রাজনৈতিক হয়রানি এবং প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। বিরোধীদের মধ্যে আমরা কেউই এই ধরনের নির্লজ্জ পদক্ষেপকে ভয় পাব না”।
একই সাথে ডিএমকের নেতারাও এই ঘটনার তিব্র নিন্দা জানাচ্ছেন।
Congress President Mallikarjun Kharge condemns the late-night arrest of Tamil Nadu Minister Senthil Balaji by the Enforcement Directorate
— ANI (@ANI) June 14, 2023
"This is nothing but political harassment and vendetta by the Modi govt against those opposed to it. None of us in the Opposition will be… pic.twitter.com/4Jz189eqwS
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us