New Update
/anm-bengali/media/media_files/lc7KTeYRHe6wA5PSCcFS.jpg)
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর: সাধারণত ভাবে কেশপুর কৃষি প্রধান ব্লক। কেশপুর (Keshpur ) গড়বেতা সহ বিভিন্ন প্রান্তে ধান থেকে আলু মূল কৃষিজ। আলু চাষ করে তেমন বিশেষ উপকার হয়নি চাষীদের। তাই বিকল্প চাষ হিসেবে শসা কে বেছে নিয়েছেন কেশপুরে চাষীরা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৫ নম্বর অঞ্চলের বিশ্বনাথপুর এলাকার চাষিরা জানাচ্ছেন, শসা চাষে চৈত্র মাসে ভালো লাভ হয়। তাই আলুর থেকে এই ধরনের চাষ অনেকটাই লাভজনক। এই সময় হিন্দুদের উৎসব এবং মুসলিমদের রোজা, তাই সকাল থেকেই শসার চাহিদা তুঙ্গে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us