New Update
/anm-bengali/media/media_files/2024/10/18/18emrqMzRA6lVn4BnmPg.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ অনুব্রত মণ্ডল যখন আসানসোল বা তিহাড় জেলে বন্দি ছিলেন, তখন কার্যত জেলা সামলেছেন তৃণমূল নেতা কাজল শেখ। পুজোর আগেই জেল থেকে ফিরেছেন অনুব্রত। সভাপতি পদে যে তিনি ক্রমে সক্রিয় হচ্ছেন, সেটাও স্পষ্ট। এরই মধ্য়ে নিরাপত্তা বাড়তে চলেছে কাজল শেখের। তাঁকে ওয়াই (Y) ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। কী কারণে হঠাৎ তাঁর নিরাপত্তা বাড়ছে, তা স্পষ্ট নয়।
বীরভূমের অন্যতম নেতা তথা তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখ বর্তমানে কোনও বিশেষ নিরাপত্তা পান না। পুলিশের নিরাপত্তা পান শুধু। এবার সেই নিরাপত্তা বাড়তে চলেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us