৪১ ঘণ্টা পার, স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে জুনিয়র ডাক্তাররা

বৃহস্পতিবার অবস্থানে জুনিয়র ডাক্তাররা। বৈঠক নিয়ে সমাধানসূত্র এখনও বার হয়নি।বৃহস্পতিবার রাজ্য সরকার এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে আলোচনার পথ খোলে কি না, সে দিকে নজর সকলের

author-image
Shreyashree Banerjee
New Update
k

নিজস্ব সংবাদদাতা: ৪১ ঘণ্টা পরেও স্বাস্থ্য ভবনের বাইরে চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে অবস্থানে অনড় চিকিৎসকরা। রাস্তাতে কাটালেন আরও একটি রাত। তাদের দাবি যতক্ষণ না দাবি মানা হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবে। কর্মবিরতির প্রত্যাহার করবেন না।

ডাক্তার

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টের পর ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তারেরা। বুধবারের পর বৃহস্পতিবার এখনও স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। বুধবার চিচি পাল্টা চিঠি চালাচালি হয়েছে। কখনও নবান্ন থেকে ইমেল এসেছে, বৈঠকের আহ্বান জানিয়ে। কখনও শর্ত জানিয়ে পাল্টা মেল করেছেন চিকিৎসকরা। কিন্তু বৈঠক নিয়ে সমাধানসূত্র এখনও বার হয়নি।বৃহস্পতিবার রাজ্য সরকার এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে আলোচনার পথ খোলে কি না, সে দিকে নজর সকলের।