যাদবপুর কাণ্ড: ৪ দিন পর, কান্নায় ভেঙে পড়লেন রেজিস্ট্রার

ঘটনার ৪ দিন পর কেঁদে ভাসালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুর প্রায় ৪ দিন পর বিশ্ববিদ্যালয়ে এলেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (80) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডু আজ চলে গেছে ৪ দিন হয়ে গেল। সে উঠিয়ে দিয়ে গেছে একাধিক প্রশ্ন একাধিক রহস্য, যার সন্ধানে প্রতিনিয়ত তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। আর এবার ঘটনার ৪ দিন পর কেঁদে ভাসালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। আজ প্রায় ঘটনার ৪ দিন পর বিশ্ববিদ্যালয়ে এলেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।

বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই তাঁকে ঘিরে ধরে সাংবাদিকরা। তাঁকে প্রশ্ন করা হয় ‘এতোদিন কোথায় ছিলেন ম্যাডাম?’ সেই প্রশ্নের উত্তরেই কেঁদে ফেলেন স্নেহমঞ্জু বসু। তিনি বলেন, “আমি অত্যন্ত মর্মাহত। সন্তান চলে যাওয়ার দুঃখ কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। আমি মানসিক ভাবে ভীষণ দুর্বল মানুষ। ঘটনার আগেই অসুস্থতার কারণে গত মঙ্গলবার থেকে ছুটিতে ছিলাম। তবে ফোনে ফোনে প্রতিনিয়ত পরিস্থিতির দিকে নজর রেখেছি”। মূলত, সোমবার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির বৈঠক চলছে। সেই বৈঠকে যোগ দিতেই আজ বিশ্ববিদ্যালয়ে আসেন রেজিস্ট্রার।