যাদবপুর কাণ্ডে 'মিসিং' ভিডিও, কি ছিল তাতে?

ধৃতদের জেরা করেই ভিডিওর তথ্য পেয়েছে পুলিশ। পরিচয় পর্বের সময় তোলা ভিডিও পেতে এবার ফরেন্সিক ও প্রযুক্তির সাহায্য নিতে চলেছে পুলিশ। মিলবে কি মিসিং লিঙ্ক?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (76) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের মানসিক হেনস্থা পর্বের ভিডিও করে রাখা হয়েছিল সেদিন। এমনই চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে পুলিশের হাতে। তবে সেই ভিডিও পরবর্তীতে ‘ডিলিট’ করা হয়েছে। আর এবার সেই ভিডিও পেতে মরিয়া পুলিশ।

যা জানা যাচ্ছে, ধৃতদের জেরা করেই ভিডিওর তথ্য পেয়েছে পুলিশ। পরিচয় পর্বের সময় তোলা ভিডিও পেতে ফরেন্সিক ও প্রযুক্তির সাহায্য নিতে চলেছে কলকাতা পুলিশ। পুলিশের সন্দেহ, ভিডিও তোলা হলেও ঘটনা পরবর্তীতে যেভাবে মোড় নিয়েছে, তাতে তথ্য প্রমাণ লোপাটে ডিলিট করা হয়েছে সেই ভিডিও। আর সেই ভিডিও থেকে হইতো মিলতেও পারে মৃত্যুর আসল কারণ। তাই এখন ‘মিসিং’ ভিডিওই হতে চলেছে ‘মিসিং লিঙ্ক’।