New Update
/anm-bengali/media/media_files/acEXo3RL3DYElLT8J125.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচন। তাই সমস্ত রকমের প্রস্তুতি সারছে গেরুয়া শিবির। আর এবার বোধহয় লড়াই আরও একটু জোরালো। কেননা বিপক্ষে থাকছে ইন্ডিয়া জোট। তাই কোনও রকম কোনও ঝুঁকি নিতে রাজি নয় মোদি-শাহ। তাই বিভিন্ন দিক থেকে শুরু হয়েছে প্রস্তুতি।
বৃহস্পতিবার বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা পুনেতে ৩ দিনের আরএসএস অল ইন্ডিয়া সমন্বয় সভায় যোগ দিতে পুনে পৌঁছলেন। ৩ দিন ধরে চলা আরএসএস-এর এই সভায় বক্তব্য রাখবেন তিনি। যা জানা যাচ্ছে, মূল বিষয়বস্তু হতে চলছে ২০২৪-এর ভোট স্ট্র্যাটেজি। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আরএসএস।
#WATCH | Maharashtra | BJP national president JP Nadda arrives at Pune Airport to attend a 3-day RSS All India Coordination Meet in Pune. pic.twitter.com/Cfxy6tA6Je
— ANI (@ANI) September 14, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us