New Update
/anm-bengali/media/media_files/ugf0Tmi9aiaPuACl6KTz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি ফুটবল নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে কর্মযজ্ঞ। ক্লাবের পাশাপাশি সরকারের পক্ষ থেকে ক্রীড়া ক্ষেত্রে উৎসাহ প্রদান করা হচ্ছে। যদিও এই কাজে রাজ্য সরকারের দিক থেকে কিছু ফাঁক রয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন জিতেন্দ্র তিওয়ারি। সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি দাবি করেছেন, স্থানীয় ফুটবলার তুলে আনার ব্যাপারে আরও জোর দেওয়া উচিৎ সরকারের। রাজ্য সরকার বার্ষিক ৫ লক্ষ টাকা ক্লাবগুলোকে প্রদান করছে। কিন্তু সেই অর্থের অনেকটাই বিদেশী ফুটবলারদের জন্য খরচ করছে ক্লাব।
• রাজ্য সরকার প্রদেয় বার্ষিক ৫ লাখ টাকায়, বিদেশী ফুটবলারদের খেলাচ্ছে ক্লাব গুলো, এতে অবহেলিত হচ্ছে স্থানীয় খেলোয়াড়রা, এই অবস্থা বন্ধ করার দাবীতে সাংবাদিক সম্মেলন।
— Jitendra Tiwari * জিতেন্দ্র তিওয়ারি (@JitendraAsansol) May 29, 2023
@BJP4Bengal I @CityAsansolpic.twitter.com/9gIXSA8etn
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us