...অন্য ধর্মকে অবজ্ঞা করতে শেখায়নি!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসলাম বিরোধী মন্তব্যে মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
FXHGJK.

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ বলেছেন, "এটা দুঃখজনক যে আমাদের প্রধানমন্ত্রী এমন কথা বলেছেন। আমাদের ইসলাম এবং আল্লাহ আমাদের সবাইকে একসাথে চলতে শেখায়।

YJH5EJ4

 আমাদের ধর্ম কখনই, অন্য ধর্মকে অবজ্ঞা করতে শেখায়নি, বরং সবসময় আমাদের অন্য ধর্মকে সম্মান করতে শিখিয়েছে।

fghcjvbkn

 যদি কেউ 'মঙ্গলসূত্র' ছিনিয়ে নেয় তবে সে মুসলিম নয় এবং সে ইসলাম বোঝেও না।"

Add 1