/anm-bengali/media/media_files/2025/11/17/screenshot-2025-11-17-2-pm-2025-11-17-12-57-28.png)
নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের দুজিপুর এবং গোপীনাথপুর এলাকায় সেচ দপ্তরের জায়গা ও ক্যানেল দখল করে অবৈধ নির্মান করেছে প্রায় একশোর বেশি ব্যাক্তি। দ্রুত ক্যানেল সংস্কার করার উদ্যোগ নেবে সেচ দপ্তর। তাই সেচ দপ্তরের ক্যানেলে থাকা একশোর বেশি ব্যাক্তিকে নোটিস দিল সেচ দপ্তর। নোটিস লেখা রয়েছে আপনারা যেই জায়গায় দোকানঘর করেছেন তা সেচ দপ্তরের ক্যানেল ও জায়গা। দ্রুত ক্যানেল সংস্কারের কাজ হবে। আপনাদের কাছে যদি জমি জায়গা সংক্রান্ত কোনো কাগজ থাকে তাহলে তা জামনায় সেচ দপ্তরের অফিসে এসে জানিয়ে যান। নতুবা আমরা আইনি ব্যাবস্থা নেবো।
/anm-bengali/media/post_attachments/1cb6a5c3-bc2.png)
আর এই নোটিস পাওয়ার পর থেকেই চিন্তিত হয়ে পড়েছে ক্যানেলের ওপর দোকান ঘর বা বাড়ি করে থাকা মানুষজন। তাদের দাবী আমাদের ৭ দিন সময় দেওয়া হয়েছে৷ এত তাড়াতাড়ি আমরা দোকান ঘর ভাঙবো কি করে? আমাদের সময় দেওয়া হোক এবং পুনর্বাসনের ব্যাবস্থা করুক প্রশাসন। যদিও এবিষয়ে পিংলা সেচ দপ্তরের এসও রমেশ মাইতি জানান, ওপর থেকে নির্দেশ এসেছে। ক্যানেল সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে। তাই ওনাদের কি কাগজপত্র আছে তা নিয়ে অফিসে আসার কথা জানানো হয়েছে। দুজিপুর এবং গোপীনাথপুর এলাকার একশোর ব্যাক্তিকে নোটিস করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us