BREAKING NEWS: জামিন পেলেন কেজরিওয়াল, এই মুহুর্তের বড় খবর

তাঁকে অন্তর্বর্তী জামিনে মুক্ত দিল দেশের শীর্ষ আদালত।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
Kejriwal-4_202208161337004029_H@@IGHT_0_W@@IDTH_600.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: অবশেষে জেল মুক্ত হতে চলেছেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজই তিহার জেল থেকে ছাড়া পেতে পারেন তিনি। তাঁকে অন্তর্বর্তী জামিনে মুক্ত দিল দেশের শীর্ষ আদালত। আগামী ১ জুন পর্যন্ত জেলের বাইরেই থাকবেন কেজরিওয়াল।

এদিন শুনানিতে কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে আবেদন করেন যদি তাঁকে আগামী ৫ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিনে মুক্ত করা যায়। কিন্তু আদালত সেই আবেদনে মান্যতা না দিলেও আগামী ১ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। ২ জুন তাঁকে আবার জেলে ফিরে যেতে হবে।

arvind kejriwall1.jpg

Delhi-CM-Kejriwal-with-wife-Sunita-Kejriwal

Add 1