New Update
/anm-bengali/media/media_files/2025/04/30/26Q1KQAaj1AMjPWb0pzg.jpg)
নিজস্ব সংবাদদাতা : ইন্দাস জলচুক্তি নিয়ে মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের জল শক্তি মন্ত্রী জাভেদ আহমেদ রানা। তাঁর অভিযোগ, এই চুক্তির ফলে রাজ্যের মানুষ চরম ক্ষতির মুখে পড়েছেন। খরার সমস্যা বেড়েছে, অথচ নিজেদের জলসম্পদের ওপরই নাকি অধিকার নেই জম্মু-কাশ্মীরের।
/anm-bengali/media/media_files/2025/01/11/weIdHOlqI8aVril6RQ2Z.jpg)
মন্ত্রী বলেন, "আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি, রাজ্যকে ক্ষতিপূরণ দিতে হবে। কারণ এই চুক্তির কারণে আমরা জলের মালিক নই, পাহাড়ের মালিক নই— সবকিছু হাতছাড়া হয়েছে।" তিনি আরও জানান, রাজ্যবাসী মনে করে, জল ও পাহাড় তাদের নিজের হওয়া উচিত। কিন্তু বাস্তবে সেই অধিকার থেকে তারা বঞ্চিত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us