জ্বালানি ও জলবায়ুতে ভারত-কলম্বিয়া সহযোগিতার ডাক বোগোটায়

কলম্বিয়ার বোগোটায় জলবায়ু আলোচনা সভায় ভারতের সাংসদ শশাঙ্ক মণি জানান, ভারতের কার্বন নিঃসরণ কম এবং বিকেন্দ্রীকৃত জ্বালানি ব্যবস্থায় ভারত-কলম্বিয়া একসঙ্গে কাজ করতে পারে।

author-image
Debapriya Sarkar
New Update
sashi tharoor editted .jpg

নিজস্ব সংবাদদাতা : কলম্বিয়ার রাজধানী বোগোটায় এক আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক আলোচনায় অংশ নিলেন ভারতের সাংসদ শশাঙ্ক মণি। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে গঠিত ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শশাঙ্ক

বক্তব্যে শশাঙ্ক মণি বলেন, “ভারতের মতো দেশগুলোর প্রতি বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি হওয়া উচিত বাস্তবভিত্তিক। ভারতের মাথাপিছু কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কম, যা চীন বা আমেরিকার তুলনায় অনেক নিচে।”

তিনি আরও বলেন, “ভারত ও কলম্বিয়া—এই দুই দেশের মধ্যে বহু বিষয়ে পারস্পরিক শেখার সুযোগ রয়েছে। আমাদের দেশে শক্তিশালী ইলেকট্রিক স্কুটার শিল্প গড়ে উঠেছে। পাশাপাশি, আমরা বিকেন্দ্রীকৃত জ্বালানি সমাধানের ওপরও জোর দিচ্ছি।”

তিনি ভবিষ্যৎ সহযোগিতার দিক তুলে ধরে বলেন, “আমাদের আলোচনা হওয়া উচিত দুটি বিষয়ে—এক, কীভাবে আমরা ‘কার্বন পর্বতে’ আরোহণ না করে বরং তার ভেতর দিয়ে পথ খুঁজি; এবং দুই, শক্তি কেবল প্রযুক্তির বিষয় নয়, এটি একটি জীবনধারার প্রতিফলন। যদি সেই জীবনধারা বিকেন্দ্রীকৃত হয়, তবে কলম্বিয়া ও ভারত একসঙ্গে কাজ করতে পারে, হয়তো আন্তর্জাতিক সৌর জোট (International Solar Alliance) দিয়েই শুরু হতে পারে সেই সহযোগিতা।”

এই আলোচনার মাধ্যমে ভারত ও কলম্বিয়ার মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ অংশীদারিত্বের নতুন দিগন্তের ইঙ্গিত মিলেছে।