New Update
/anm-bengali/media/media_files/lsLFPjanPZ625B2skngn.png)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সংসদে এর আগে কেন্দ্রের আর্থিক অবস্থা নিয়ে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদি জমানায় আর্থিক পরিকাঠামো কীভাবে উন্নত হয়েছে তার খতিয়ান তুলে ধরেন অর্থমন্ত্রী। আর এবার সময় বিল পাশের।
যা জানা যাচ্ছে, আজ শেষ হচ্ছে বাদল অধিবেশন। আর আজই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর (সংশোধনী) বিল, ২০২৩ পাশ করাতে পারেন। আজ তিনি এই বিল সংক্রান্ত তথ্য পাঠ করবেন লোকসভায়। বিলের বিরোধীতায় বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখান কিনা, এখন সেটাই দেখার।
Union Finance Minister Nirmala Sitharaman to move The Central Goods and Services Tax (Amendment) Bill, 2023 today for consideration and passing in Lok Sabha.
— ANI (@ANI) August 11, 2023
(File photo) pic.twitter.com/LsMd1tP1nY
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us