New Update
/anm-bengali/media/media_files/uBTqPEmIpO4PZ8h1Suuh.jpg)
Master Sgt. (res.) Shlomo Yehonatan Hazut
নিজস্ব সংবাদদাতাঃ আইডিএফ জানিয়েছে, আজ সকালে গাজা সিটিতে লড়াইয়ের সময় এক ইসরায়েলি রিজার্ভ সৈন্য নিহত হয়েছে। নিহত সেনার নাম মাস্টার সার্জেন্ট (অব.) শ্লোমো ইহোনাতান হাজুত (৩৬), জেরুজালেম ব্রিগেডের ৯২০৭তম ব্যাটালিয়নের বাসিন্দা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গাজা সিটির জেইতুন এলাকার একটি রাস্তায় লাগানো বিস্ফোরক ডিভাইসের আঘাতে ওই সেনারা আহত হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us