New Update
/anm-bengali/media/media_files/MkbWx6blb1eBby7Qxtt1.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ইরান সমর্থিত গোষ্ঠীটির বারবার হামলার ফলে লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে বলে হুথিদের এক কর্মকর্তা অঙ্গীকার করেছেন।
হুতি পলিটব্যুরো সদস্য আলী আল-কাহুম আল-মায়াদিনকে বলেন, "যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা পশ্চিমা হুমকি নির্বিশেষে হুতিরা ফিলিস্তিনের স্বার্থ ত্যাগ করবে না। ইয়েমেন আন্তর্জাতিক আইন ও নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক সামুদ্রিক নৌচলাচল রক্ষায় উদ্বিগ্ন।"
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us