রাশিফল- কন্যা, তুলা

কন্যা ও তুলা রাশির রাশিফল জানুন।

author-image
Aniket
New Update
d

নিজস্ব সংবাদদাতা: কন্যা ও তুলা রাশির রাশিফল জানুন-

Virgo Horoscope

কন্যা: নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখুন। আজ আপনার মতামত অনেকের উপকারে আসবে। আর্থিক বিষয়ে সাবধানতা জরুরি, অপ্রয়োজনীয় খরচে লাগাম দিন। দাম্পত্যে মনোমালিন্য কাটতে পারে। শিক্ষা ও গবেষণায় সাফল্য মিলবে। কেউ পুরনো ভুল মনে করিয়ে দিতে পারে—প্রতিক্রিয়া না দেখানোই শ্রেয়। ফুসফুস সংক্রান্ত সমস্যা থাকলে দূষণ এড়িয়ে চলুন। সন্ধ্যায় ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে খোলামেলা আলোচনা হতে পারে।

horoscope libra


তুলা: আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও চটজলদি সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পরিবারের কারোর সঙ্গে তর্ক হঠাৎ করে মনখারাপ করতে পারে। আজ পুরনো কারো সঙ্গে যোগাযোগ হতে পারে, যা মানসিকভাবে ভালো লাগার অনুভব দেবে। কর্মস্থলে ছোট ভুল বড় হতে পারে, সতর্ক থাকুন। প্রেমে স্বচ্ছতা বজায় রাখুন। নতুন কোনও উদ্যোগ শুরু করতে চাইলে সময় অনুকূল। শরীর সচেতন থাকুন।