নিজস্ব সংবাদদাতা: আজ রবিবার, তবে আসন্ন সপ্তাহে দুই রাশির ভাগ্যে আসবে চমক। তারা হল তুলা ও মীন রাশি। জানুন কি কি ঘটতে পারে এই দুই রাশির জীবনে-
/anm-bengali/media/post_banners/y8XLrBhGCdl6mqpfcYQA.jpg)
তুলা রাশি- ভাগ্য ভালো যাবে। অর্থ আয় হবে জলের মত। কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পারবেন। ঈশ্বরের আশীর্বাদ থাকবে আপনার ওপর সর্বদা। বড় কোনও মানুষের সাহায্যে জীবনের বড় ইচ্ছা পূর্ণ করতে পারেন। কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন।
/anm-bengali/media/post_banners/ckLElUjpKx0GZA5UUJMK.jpg)
মীন রাশি- আপনার জীবনে সর্বদা ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। জীবনে ভালো কিছুই হবে। মন সর্বদা আনন্দে ভরে থাকবে। অর্থ আয় হবে বিভিন্ন উপায়ে। নতুন ব্যবসার যোগ আসতে পারে। ঈশ্বরের ওপর ভরসা রাখুন।