/anm-bengali/media/media_files/2024/12/18/1000128406.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কুম্ভ ও মীন রাশির রাশিফল জানুন-
কুম্ভ: বুদ্ধিমত্তার দ্বারা আজ জটিল সমস্যা সমাধানে সক্ষম হবেন। কাজে দেরি হলেও গুণমান বজায় থাকবে। সঞ্চয়ের বিষয়ে পরিবার থেকে পরামর্শ পেতে পারেন। বিদেশ সংক্রান্ত যোগাযোগে অগ্রগতি হবে। প্রেমে মান-অভিমান থাকলেও তা কেটে যাবে। শিল্প বা সৃজনশীল কাজে মন বসবে। শরীর ও মনকে হালকা রাখতে হাঁটাচলা উপকারী হবে। আজ কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন।
মীন: অতীতের ভুল থেকে শিক্ষা নিন—আজ সেটাই আপনাকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর্থিক দিক মজবুত হবে। অফিসে সহকর্মীরা আপনার কাজে ভরসা রাখবে। পরিবারে কারো স্বাস্থ্যের খোঁজ নিতে হতে পারে। প্রেমে দূরত্ব কমবে। আজ কোনও পুরনো অভিমান ভাঙতে পারে। শিল্প, সঙ্গীত বা লেখালেখিতে যাঁরা যুক্ত, তাঁদের জন্য দিনটি সৃজনশীল। মাইগ্রেন বা চোখের সমস্যা থাকলে সাবধান থাকুন।