রাশিফল- কর্কট, সিংহ

কর্কট ও সিংহ রাশির রাশিফল জানুন।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
এক্সাসদ

File Picture

নিজস্ব সংবাদদাতা: কর্কট ও সিংহ রাশির রাশিফল জানুন-

Horoscope Cancer

কর্কট: আত্মবিশ্বাস বাড়বে। অফিসে পুরনো কোনো সমস্যা আজ হঠাৎ মিটে যেতে পারে। বন্ধু বা পরিবারের কারো কাছ থেকে আর্থিক সাহায্য মিলতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে তবে রাতে জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মন্দাভাব কাটতে পারে। যাত্রাযোগ রয়েছে, তবে খুব জরুরি না হলে দূর ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। সময় কাটুক নিজের মতো করে।

Horoscope Leo

সিংহ: কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, এবং তা দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন। কারো উপর বেশি ভরসা না করাই ভালো। পারিবারিক ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থলাভের সুযোগ আসতে পারে কোনো পুরনো সংযোগ থেকে। প্রেমে স্থিরতা আসবে, তবে অতীত টেনে আনবেন না। শরীর ভালো থাকলেও মানসিক চাপ এড়াতে ধ্যান বা হাঁটাচলার দিকে মন দিন। সন্ধ্যায় শুভ সংবাদ পেতে পারেন।