নিজস্ব সংবাদদাতা: মেষ, বৃষ রাশির আজকের রাশিফল জানুন-
মেষ: আজ আপনার উদ্যম ও আত্মবিশ্বাসে ভরপুর একটি দিন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্থিতিশীলতা আসবে। তবে খরচে লাগাম টানতে হবে।
সৌভাগ্যের রঙ: লাল
ভাগ্যসূচক সংখ্যা: ৯
/anm-bengali/media/media_files/IMjkLy83Lhim0UkX3Mxw.jpg)
বৃষ: আজ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। প্রেমিক বা জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আর্থিক বিনিয়োগে সতর্ক থাকা ভালো।
সৌভাগ্যের রঙ: সবুজ
ভাগ্যসূচক সংখ্যা: ৬