New Update
/anm-bengali/media/media_files/r4TBuqESL6SGHDc6BiSo.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ্ময় বন্দ্যোপাধ্যায় ওরফে হিরণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে তার সমাজ মাধ্যমের পোস্টে লিখেছেন, "যার হাত ধরে ৩৭০ ধারার সমাপ্তি, রাম মন্দির নির্মাণ থেকে শুরু করে তিন তালাকের বিলুপ্তি হয়েছে। সেই মোদীতেই ভরসা সমগ্র ভারতবাসীর।"
শেষে ইংরেজি হরফে হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন যে, মোদীকেই চায় বাংলা।
/anm-bengali/media/media_files/NBOOL8btWXeBz2pisSDs.jpg)
যার হাত ধরে ৩৭০ ধারার সমাপ্তি, রাম মন্দির নির্মাণ থেকে শুরু করে তিন তালাকের বিলুপ্তি হয়েছে ।সেই মোদীতেই ভরসা সমগ্র ভারতবাসীর। #ModiKeiChayBangla
— Hiraan (@hiran_chatterji) May 20, 2024
/anm-bengali/media/post_attachments/427adc2aef7cf78073f4f70619cc3fd33544d1a0325a027062682326d344ad40.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us