জেলে থেকে কংগ্রেস নেতাকে বার করে এনে ভোট করাতে হবে

আগামী ২৭ সেপ্টেম্বর রানিনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির গঠন করতে হবে। সেদিন জেলে থেকে কংগ্রেস নেতাকে বার করে এনে ভোট করাতে হবে। রানিনগর ২ এর বোর্ড গঠন মামলায় মঙ্গলবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

রানিনগর ২-এর কংগ্রেসের সভাপতিকে জেল থেকে এনে ভোট

আদালতের নির্দেশ, রানিনগর ২-এর কংগ্রেসের সভাপতিকে জেল থেকে এনে ভোট করাতে হবে। বাকি ৬ কংগ্রেস সদস্য, যাঁদের বিরুদ্ধে এফআইআর রয়েছে, তাঁদের বিরুদ্ধেও আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করা যাবে না।

সোমবার পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন ছিল

সোমবার পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন ছিল। কিন্তু ঠিক তার আগের দিনই কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেয়। ফলে তৃণমূলের সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১৫। বাম-কংগ্রেস জোটের সংখ্যা কমে হয় ১২।