/anm-bengali/media/media_files/neE25Gg1SJ3mfs4goH7G.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে '৫০% কমিশন' নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। আর তারপরই কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভঢরার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিজেপি বিরোধী নেতা-মন্ত্রীরা। এবার মুখ খুললেন দলের সিনিয়র নেতা হরিশ রাওয়াত।
তিনি জানিয়েছেন, “তারা যদি কিছু বলে তবে তা সব ঠিক। কিন্তু যদি বিরোধীরা কিছু বলে থাকে, তবে তাদের বিরুদ্ধে থানা – আদালত করতে দেখা যায়। আমরা তাদের চ্যালেঞ্জ করছি - কেন আপনি শুধুমাত্র তার বিরুদ্ধে মামলা করেছেন? আমাদেরও নাম যুক্ত করুন। আমরাও বলছি যে মধ্যপ্রদেশ সরকারে কোনও কাজ করতে গেলে ৫০ শতাংশ কমিশন দিতে হয়। শুধু মধ্যপ্রদেশ নয়, কর্ণাটক সরকারেও একই চিত্র। সেখানেও আগে ৪০ শতাংশ কমিশন দিতে হত। এখন তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ। এই সব কমিশন দিল্লির দুয়ারেই যায়”।
#WATCH | On FIR registered against Congress general secretary Priyanka Gandhi Vadra over her social media post on '50% commission' against MP govt, senior leader of the party Harish Rawat says, "If they say something, it is alright. But if someone speaks the truth against them… pic.twitter.com/7etxINMPwc
— ANI (@ANI) August 14, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us