/anm-bengali/media/media_files/kkP3iXEI9u3MZGyxO95z.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশের নর্মদাপুরা ডিভিশনাল কমিশনার জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি, বুধবার হরদা দুর্ঘটনার উদ্ধারকাজ শেষ হয়েছে। এই ট্র্যাজেডির ফলে ১১ জন মারা গিয়েছে এবং ১৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। কমিশনার আরও প্রকাশ করেছেন যে দুটি লাইসেন্স স্থগিত করা হয়েছে। তাছাড়া বিস্ফোরকের পরিমাণ পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এদিন মধ্যপ্রদেশ পুলিশ সোমেশ আগরওয়াল নামে দুই ম্যানেজার সোমেশ আগরওয়াল এবং ম্যানেজার রফিক খান-সহ তিনজনকে গ্রেফতার করে।
মধ্যপ্রদেশের হরদা বাজি কারখানায় মর্মান্তিক বিস্ফোরণে ২০০ জন গুরুতর আহত হয়েছেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) কর্মীদের উদ্ধার কাজ চালানোর জন্য মোতায়েন করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। মৃত ও আরএসএসের নিকটাত্মীয়দের জন্য দুই লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us