/anm-bengali/media/media_files/ewlHGhFBfFy6txSyMoj7.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বোমা-বারুদের আঁতুরঘর এতোদিন ছিল বীরভূম। অন্তত লোকমুখে এটাই শোনা যেত। কিন্তু সেই চিত্র এবছরের পঞ্চায়েত নির্বাচনে বদলে গিয়েছে। গত ৩০ দিন ধরে যে চিত্র আমরা দেখে আসছি, তাতে সবকিছুকে ছাপিয়ে গেছে মুর্শিদাবাদ। ভোটের দিন ঘোষণার দিন থেকেই রক্তাক্ত হয়েছে এই জেলা। তারপর সময় যত গড়িয়েছে, ততোই সন্ত্রাসের ছবি স্পষ্ট হয়েছে। বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে একাধিক দুষ্কৃতির। বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা।
আর এবার সেই বোমা বারুদের জেলাতেই পা রাখলেন রাজ্যপাল। নির্বাচনের ঠিক আগের দিন মুর্শিদাবাদ পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই বহরমপুর স্টেশনে পৌঁছেছেন তিনি। আর সেখান থেকেই বৃষ্টি মাথায় নিয়ে যাত্রা শুরু করেছে তাঁর কনভয়। যা জানা যাচ্ছে, ডোমকল, বেলডাঙা, রানিনগর বিভিন্ন জায়গাই ঘুরে দেখবেন তিনি। কথা বলবেন স্থানীয়দের সাথে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us