New Update
/anm-bengali/media/media_files/Ai2jfAfiJsRVOljkp60L.jpg)
দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ একের পর এক সরকারি গাছ কেউ বা কারা গোপনে কেটে নিচ্ছে। খবর পেতেই ঘটনাস্থলে উপস্থিত উপপ্রধান।কিন্তু উপপ্রধান পৌঁছোনোর আগেই চম্পট দিলো সবাই। এলাকায় ছড়াল চাঞ্চল্য।
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের ইটাই এলাকায়। আজ সকালে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরার কাছে খবর যায় কেউ বা কারা বেশ কয়েকটি সরকারি গাছ কেটে ফেলেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপপ্রধান এসে দেখেন সবাই চম্পট দিয়েছে।ইতিমধ্যে গাছ গুলি টেন্ডার করে কাটার কথা ছিল। তার আগেই এই ঘটনায় গতবাক সবাই।আপাতত গাছ গুলি উদ্ধার করে গ্রাম পঞ্চায়েতে রাখা হবে। পাশাপাশি বন দপ্তরকেও খবর দেওয়া হবে বলে জানান উপপ্রধান চন্দন বেরা।যদিও এলাকাবাসী নিশ্চুপ।এমনকি ছবি তোলাতেও তাদের না।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us