New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শুক্রবার (১ ডিসেম্বর) অর্থাৎ আজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে। গত ৭ অক্টোবর থেকে চলমান লড়াইয়ের বিরতি পুনর্নবীকরণের জন্য আলোচকরা জোরালোভাবে কাজ করছিলেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক পোস্টে বলেছেন, 'হামাস চুক্তি লঙ্ঘন করেছে এবং ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ডে গুলি চালিয়েছে।'
প্রসঙ্গত, বৃহস্পতিবার হামাস ৩০ জন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে আট জিম্মিকে মুক্তি দেয়। যুদ্ধবিরতির সময় থেকে এখন পর্যন্ত হামাস ১০৫ জন জিম্মিকে এবং ইসরায়েল ২৪০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। এছাড়াও বৃহস্পতিবার আরো জ্বালানি ও ৫৬ ট্রাক মানবিক সামগ্রী গাজায় প্রবেশ করেছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us