তাদের চোখ উপড়ে নেবে!

সংবিধান বদলানোর বিষয় নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। এই বিষয়ে মুখ খুললেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
lalu prasad .jpg

নিজস্ব সংবাদদাতা: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা লালু প্রসাদ যাদব বলেছেন, " বিজেপিতে উদ্বেগ রয়েছে। বিজেপি জানে যে তারা হেরে যাচ্ছে। তারা মানুষকে হতাশ করতে '৪০০ পার' বলছে । তাদের দলের নেতারা ক্রমাগত বলছে যে সংবিধান বদলাতে হবে। এই সংবিধান তৈরি করেছেন ডক্টর বিআর আম্বেদকর।

lalu.jpg

যে এটাকে বদলানোর চেষ্টা করবে, দেশের গরিব, দলিতরা তাদের চোখ উপড়ে নেবে। সংবিধান পরিবর্তনের অর্থ গণতন্ত্র পরিবর্তন করা। এটা তারা মেনে নেবে না। বিজেপি এবং নরেন্দ্র মোদিকে অবশ্যই মনে রাখতে হবে যে এর আগে, মোহন ভাগবত সংরক্ষণের পর্যালোচনা করার কথা বলেছিলেন এবং দেশের মানুষ তার উদ্দেশ্যে জবাব দিয়েছিল।"

lalu sup.jpg



Add 1