/anm-bengali/media/media_files/fire1.jpg)
নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন লেগে জ্বলে-পুড়ে ছাই হলো পাঁচটি দোকান। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক শিশুর। এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মেদিনীপুর শহরের গেট বাজারে হঠাৎই আগুন লেগে যায় গতকাল।
/anm-bengali/media/media_files/fire2.jpg)
মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বাজারের মধ্যে থাকা পাঁচ থেকে ছয়টি দোকান। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসে এলাকার মানুষ। সেই সময় একটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে লাগে শিশুর গায়ে। সেই শিশুটিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
/anm-bengali/media/media_files/fire3.jpg)
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। এখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, এই ঘটনায় গেট বাজারের ব্যাপক ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/6af86ecc6993710ec67e7b338b8a04a4790e8fa0e4fe1676ea3294991eb7dea2.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us