/anm-bengali/media/media_files/Ymkm89nVkS5nEDJXR9HX.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ বৈঠক। ২০২৪ এর আগে এই বৈঠকের দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। আজ অবশ্য শুধু বিরোধী শিবিরের নয়; বৈঠক রয়েছে এনডিএ শিবিরেরও।
আর তাঁর আগে প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল সেই পরিবারতন্ত্র ইস্যু। পোর্ট ব্লেয়ারের টার্মিনাল উদ্বোধনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখান থেকেই বেঙ্গালুরুর বিরোধীদের বৈঠককে নিয়ে পরিবারতন্ত্র ইস্যুটি তুলে আনলেন মোদি। তাঁর কথায়, “সংবিধানে উল্লেখ করা আছে, গণতন্ত্রের ক্ষেত্রে ‘Of the people, By the people, For the people’ মেনে চলা হয়। কিন্তু তাদের ক্ষেত্রে, ‘of the family, by the family, for the family’ মেনে চলা হচ্ছে। পরিবারই সবকিছু। ‘ফ্যামিলি ফার্স্ট, নেশন নাথিং’। এটিই তাদের নীতিবাক্য। ঘৃণা, দুর্নীতি ও তুষ্টির রাজনীতি চলছে। দেশ পরিবারতন্ত্র রাজনীতির আগুনে পুড়ছে। তাদের কাছে শুধু তাদের পরিবারের বৃদ্ধিই গুরুত্বপূর্ণ, দেশ কিছুই নয়”।
তিনি ঠিক কি বলেছেন, শুনে নিন -
#WATCH | Delhi: PM Narendra Modi takes a jibe at the Opposition; says, "In democracy, it is of the people, by the people and for the people. But for the dynastic political parties, it is of the family, by the family and for the family. Family first, nation nothing. This is their… pic.twitter.com/4xNzzDQxQq
— ANI (@ANI) July 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us