/anm-bengali/media/media_files/2025/07/08/7ec7178f10495a9588e9ffe00aad5f71-2025-07-08-13-36-31.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের একাধিক জেলা জলমগ্ন। বিপর্যস্ত জনজীবন, বহু পরিবার ঘরছাড়া। এই ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য ফের DVC-কে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, “DVC-র ‘বন্যা নিয়ন্ত্রণ’ আবারও বাংলাকে ডুবিয়ে দিয়েছে”। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই সংস্থার ভূমিকা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, DVC পরিকল্পনা করে অতিরিক্ত জল ছেড়ে বাংলাকে প্লাবিত করছে, যা ‘ম্যান-মেড’ বা মানবসৃষ্ট বন্যা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ২০২৪ সালের জুন ও জুলাই মাসে DVC-র জলছাড়ার পরিমাণ ছিল ৪,৫৩৫ লক্ষ কিউবিক মিটার, আর ২০২৫ সালের একই সময়ে তা বেড়ে হয়েছে ৫০,২৮৭ লক্ষ কিউবিক মিটার। অর্থাৎ এক বছরে ১১ গুণ এবং ২০২৩ সালের তুলনায় ৩০ গুণ বেশি জল ছাড়া হয়েছে বলেই মুখ্যমন্ত্রীর অভিযোগ।
DVC-র “বন্যা নিয়ন্ত্রণ" আবারও বাংলাকে ‘ডুবিয়ে’ দিয়েছে। DVC-র এবারের ব্যর্থতা শুধু অন্যান্যবারের থেকে বেশিই নয়, অভূতপূর্ব।
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2025
স্পষ্টতই, কেন্দ্রের দ্বারা পরিচালিত এই সংস্থাটি ক্রমশ আরো বেশি বেশি করে বাংলা-বিরোধী হয়ে উঠছে। সারা ভারতে কেন্দ্রীয় সরকার যে বাংলা-বিরোধী পরিবেশ তৈরি…
ডিভিসির ভূমিকা নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। ২০২৩ সালে রাজ্যের প্রতিনিধি DVC বোর্ড ও ডিভিআরআরসি-র (Damodar Valley Reservoir Regulation Committee) সদস্যপদ থেকে ইস্তফা দেন। এবারেও মুখ্যমন্ত্রী DVC-র বিরুদ্ধে পদক্ষেপের বার্তা দিয়েছেন।
ডিভিসির জলছাড়ার পর পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলা প্লাবিত হয়েছে। হুগলি ও পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকাও জলের তলায়। এমনকি বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে পাঁচ মাসের এক শিশুর। এমন অবস্থায় ডিভিসির জলছাড়া নিয়ে বেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us