/anm-bengali/media/media_files/2025/11/23/screenshot-2025-11-23-am-2025-11-23-09-22-32.png)
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর বক্তব্যের জবাবে বিজেপি নেতা দিলীপ ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশের যে কোনো জায়গায় মন্দির বা মসজিদ নির্মাণে কেউ বাধা দিচ্ছে না। কিন্তু ‘বাবরি মসজিদই তৈরি হবে’— এভাবে বলা দেশের স্বার্থবিরোধী, কারণ বহু বছরের আন্দোলনের পর এই অধ্যায় শেষ হয়েছে।”
/anm-bengali/media/post_attachments/736526c1-57f.png)
দিলীপ ঘোষ আরও বলেন, “বাবর একজন আক্রমণকারী ছিলেন। দেশের মানুষ কখনোই তাকে সম্মান করবে না।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা–পরবর্তী রাজনীতিতে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে এই মন্তব্য আগামী দিনে নতুন বিতর্ক তৈরি করতে পারে।
#WATCH | Kolkata, West Bengal: On TMC MLA Humayun Kabir's statement, BJP leader Dilip Ghosh says, "No one is stopping anyone from building a temple or a mosque anywhere in the country, but building saying that Babri Masjid will be built, is against our country because a huge… https://t.co/bH1XS0umHNpic.twitter.com/QGCA7qQknO
— ANI (@ANI) November 23, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us