/anm-bengali/media/media_files/l86hEPN44NkLdguFz0PB.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে প্রধানমন্ত্রীর হাত দিয়ে। সেই সময় মন্দির প্রাঙ্গণে ৮০০০ বিশেষ অতিথি থাকলেও রামলালার দর্শনের অপেক্ষায় ছিলেন অগণিত ভক্ত। তারা অপেক্ষা করছিলেন কবে সাধারণদের জন্যে খুলে দেওয়া হয় মন্দির প্রাঙ্গণ। সেই সাধারণের সংখ্যাটা নেহাতই কম নয়। ভোররাত ৩টে থেকেই তার আভাস পায় মন্দির প্রাঙ্গণ। তাই তো সিদ্ধান্তে করা হয় বদল। আজ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও, জনস্রোত দেখে তা বদলাতেই হয় মন্দির কর্তৃপক্ষকে।
প্রাণ প্রতিষ্ঠার পরের দিনই কার্যত জনসমুদ্র নামল রাম মন্দিরে। সবকটি এন্ট্রি গেট খুলে দিলেও ভিড় দেখে অবাক হয়ে যায় প্রশাসনও। যত বেলা গড়াচ্ছে ততোই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। সবার ইচ্ছা একটাই, একবার সামনে থেকে দেখা রামলালাকে।
#WATCH | Ayodhya, Uttar Pradesh: Devotees gather in large numbers at Shri Ram temple on the first day after the Pran Pratishtha ceremony pic.twitter.com/EGo9yr9sXS
— ANI (@ANI) January 23, 2024
অযোধ্যার সরযূ ঘাটে পবিত্র স্নান করে পুজো দেওয়ার লাইনে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। প্রবল ঠান্ডাতে দাঁড়িয়েও গলা থেকে জোরালো কণ্ঠে বেড়চ্ছে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ফোর্স।
#WATCH | Uttar Pradesh: People gathered to take a holy dip at Saryu Ghat in Ayodhya.
— ANI (@ANI) January 23, 2024
Pran Pratishtha ceremony was done yesterday at Shri Ram Janmabhoomi Temple. pic.twitter.com/rMGLlgVVsq
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us