আপনারা সবাই আসবেন

জামিন পেয়েই জোরকদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আজ দিল্লিতে দুটি রোড-শো করবেন তিনি। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
e

নিজস্ব সংবাদদাতা: ১০ মে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই জামিন পাওয়ার পরের দিন থেকেই জোরকদমে ভোট প্রচারে নেমে পড়েছেন তিনি। আজও একাধিক জায়গায় সভা করবেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আজকে তার সারাদিনের কর্মসূচী তিনি পোস্ট করেছেন তার সমাজমাধ্যমে। তিনি লিখেছেন, "আজ দেখা হবে-
সকাল ১১টা - বিধায়কদের সঙ্গে সভা।
দুপুর ১টা- পার্টি অফিসে প্রেস কনফারেন্স।

Kejriwal-4_202208161337004029_H@@IGHT_0_W@@IDTH_600.jpg

বিকাল ৪টা - রোড-শো - নতুন দিল্লি লোকসভা - মতি নগর।
সন্ধ্যা ৬টা - রোড-শো - পশ্চিম দিল্লি লোকসভা - উত্তম নগর।

KEJRI .jpg

আপনারা সবাই আসবেন।"

Add 1