নিজস্ব সংবাদদাতা: চলছে শীতের ঝোড়ো ব্যাটিং। গত সপ্তাহের ঘূর্ণিঝড়ের পর বঙ্গে এই মুহুর্তে আর কোনও ঘূর্ণাবর্ত কিংবা নিম্নচাপের উপস্থিতি নেই। শুধু উত্তরবঙ্গের কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। ফলে দক্ষিণবঙ্গে এখন ভালোই চলবে শীতের ব্যাটিং। আর যার প্রমাণ মিলছে প্রতিদিনই।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশ। বাতাসে ঠান্ডা হাওয়ার স্রোত বইছে, যার গতিবেগ ঘন্টায় ১৩ কিলোমিটার। যা জানা যাচ্ছে, আগামী সপ্তাহে এই তাপমাত্রা আরও নামবে।