Bayron Biswas : বায়রনকে সমর্থন জানিয়েছিল বামেরা, এবার কী বলছে তারা?

পঞ্চায়েত ভোটের আগে সাগরদীঘি মডেল হয়ে উঠেছিল রাজ্যের অন্যতম আলোচনার বিষয়। সেই সাগরদীঘিতেই হয়েছে দলবদল। কংগ্রেস ছেড়ে তৃণমূলের যোগ দিয়েছেন বায়রন বিশ্বাস (Bayron Biswas)। ভোটের আগে কংগ্রেসের বায়রনকে সমর্থন জানিয়েছিলেন বামেরা।

author-image
Pritam Santra
New Update
bayron biswas

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের আগে সাগরদীঘি মডেল হয়ে উঠেছিল রাজ্যের অন্যতম আলোচনার বিষয়। সেই সাগরদীঘিতেই হয়েছে দলবদল। কংগ্রেস ছেড়ে তৃণমূলের যোগ দিয়েছেন বায়রন বিশ্বাস (Bayron Biswas)। ভোটের আগে কংগ্রেসের বায়রনকে সমর্থন জানিয়েছিলেন বামেরা। সোমবারের দল বদলের ঘটনার পর কী বক্তব্য লাল শিবিরের তরফে? সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, "বামেরা বায়রনের সমর্থনে জয় তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে প্রচার করেছিল। সেখানেই মানুষ তাদের সমর্থন জানিয়েছিলেন।"